আস সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ,
EGoalBD Reseller Communication এর পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি
আপনি কি আপনার প্রোডাক্ট সেল করার জন্য দিনরাত পরিশ্রম করে যাচ্ছেন সোশ্যাল মিডিয়াগুলোতে? আপনি হয়তো আশানুরূপ ফল পাচ্ছেন অথবা পাচ্ছেন না। সবচাইতে বড় বিষয় হচ্ছে একইসাথে প্রোডাক্ট সিলেক্ট করে সেটা আবার সোশ্যাল মিডিয়াতে সেল করা অত্যন্ত কঠিন একটা বিষয়। আপনি হয়তো একজন চাকুরীজীবী, বা একজন গৃহিণী। আপনার একার পক্ষে চাকরি, ঘরবাড়ি সামলে আবার ই-কমার্স বিজনেস মেইনটেইন করা সহজ কোন বিষয় না। ঠিক এখানেই আমরা এসেছি আপনার কাজ ভাগ করে নিতে! আপনাকে শুধু প্রোডাক্টের দিকে মনোযোগ দিলেই হবে। সোশ্যাল মিডিয়াগুলোতে আপনার প্রোডাক্ট প্রোমোশন করে সেল এনে দিবে আমাদের রিসেলাররা। কোন রিসেলার আপনার প্রোডাক্টের অর্ডার এনে দিলে আপনাকে সেটা কাস্টোমারের কাছে ডেলিভারি করে দিতে হবে। এখানে আপনার সুবিধা হচ্ছে, সেল নিয়ে আর চিন্তা করতে হবে না। আপনি হয়তো একাই পরিশ্রম করছিলেন সেলের জন্য। এখন থেকে আমাদের অসংখ্য রিসেলাররা পরিশ্রম করবে আপনার হয়ে সেল এনে দিতে। এজন্য, আমাদের কিছু নিয়মনীতি আছে, যা সকলের স্বার্থ রক্ষার্থে তৈরি করা হয়েছে:
এখন আসুন কিছু প্রশ্নের উত্তর দেয়া যাক:
আপনি শুধু আপনার প্রোডাক্টের জন্য ইনভেস্ট করবেন। সেই প্রোডাক্টগুলো আমাদের সাইটে হোলসেল প্রাইসে আপ করে দিবেন। ব্যস, আপনার কাজ শেষ! সেল এনে দেওয়ার দায়িত্ব আমাদের।
আমাদের ওয়েবসাইট আপনাদের সুবিধার কথা বিবেচনাতে রেখেই restricted করে রাখা হয়েছে। কারন, এখানে আপনি হোলসেল প্রাইসে প্রোডাক্ট আপ করছেন। কাস্টমার যদি হোলসেল প্রাইস জেনে যায়, তাহলে আর খুচরা দামে সেগুলো কাস্টোমারের কাছে আর সেল করা যাবে না। কাস্টমার যেন আপনার প্রাইস জানতে না পারে, সেজন্যই আমরা লগিন ছাড়া কোন ইনফরমেশন শেয়ার করি না। লগিনের জন্য আপনাকে প্রথমে সেলার অ্যাকাউন্টের জন্য রেজিস্ট্রেশন করে নিতে হবে।
আপনি আমাদের ওয়েবসাইটের ফুটারে ডানদিকে BE A SUPPLIER লেখা পাবেন। সেখানে ক্লিক করে আপনাকে একটি ফর্ম ফিলাম করতে হবে। ফর্মে উল্লেখিত সবগুলো ঘর ফিলাপ করলে আপনার রেজিস্ট্রেশন সম্পন্ন হবে। এরপর রেজিস্ট্রেশনের সময় দেওয়া আপনার ইমেল এবং পাসওয়ার্ড দিয়ে লগিন করবেন। লগিন করার পরে আপনাকে আপনার সেলিং প্যানেলে নিয়ে যাওয়া হবে।
লগিন করার সঙ্গে সঙ্গেই আপনি সেলিং শুরু করতে পারবেন না। এজন্য, প্রথমে আপনার অ্যাকাউন্ট আমাদের থেকে ভেরিফাইড করে নিতে হবে। ভেরিফিকেশনের জন্য আপনাকে আরও কিছু তথ্য আমাদের সাথে শেয়ার করতে হবে। এজন্য, আপনার রিসেলিং প্যানেলের বামের সাইডবার থেকে Manage Profile এবং Shop Setting -এ যাবেন। সেখানে বাঁকিগুলো ঘরগুলো ফিলাপ করে নিবেন। এরপরে, আমরা আপনার অ্যাকাউন্ট ভেরিফাইড করে দিলেই আপনি শুরু করে দিতে পারবেন সেলিং!
না, আমাদের এপের কাজ এখনো শেষ হয় নাই। ইনশাআল্লাহ্ খুব শীঘ্রই আমরা আমাদের এপ লঞ্চ করবো। আমরা সকলের দোয়া প্রার্থী।
জী, আপনাদের সকলের সুবিধার কথা বিবেচনাতে রেখে আমরা একটি ফেসবুক গ্রুপ ওপেন করেছি। গ্রুপটি প্রাইভেট করে রাখা হয়েছে এবং শুধুমাত্র সেলার এবং রিসেলাররাই এই গ্রুপে জয়েন করতে পারবে। আপনি যেন আমাদের সকল আপডেট সহজেই পেয়ে যান, সেজন্য আমাদের ফেসবুক গ্রুপে কানেক্ট হতে এখনি জয়েন করুন: https://www.facebook.com/groups/egoalbdreseller/
আমরা আপনার উল্লেখিত প্রাইসের 6% কমিশন নিবো সার্ভিস ফি হিসেবে। এজন্য আপনাকে আমাদের 6% কমিশন মাথায় রেখে প্রাইস নির্ধারণ করতে হবে।
প্রিয় সেলার, আমাদের বিজনেস পলিসির রুলস অনুযায়ী যখন আপনার কোন অর্ডার আসবে, সকলের স্বার্থ রক্ষার্থে প্রথমে অর্ডারটি হোল্ড করে রাখা হবে। অর্থাৎ, আপনি কাস্টোমারের ডিটেইলস শুরুতেই পাবেন না। আপনাকে প্রথমে অর্ডারের যেই অ্যামাউন্ট কাস্টোমার পে করবে (ডেলিভারি চার্জ ছাড়া), সেটা আমাদের বিকাশ (01797356666) নাম্বারে সেন্ড মানি করে জমা দিতে হবে। এরপরে, আমরা আপনার অর্ডারটি রিলিজ করে দিবো। আপনি তখন কাস্টোমারের বিস্তারিত পেয়ে যাবেন। কাস্টোমারের দেওয়া ঠিকানায় পণ্য পোঁছে দেওয়ার পরে আপনি টোটাল অ্যামাউন্ট কুঁড়িয়ার কোম্পানি থেকে হাতে পাবার পরে, অর্ডার পেইড করে দিবেন। অর্ডার পেইড হয়ে গেলে, আমরা আপনার লাভের অংশ আপনাকে বিকাশ করে দিবো। কোনকারনে যদি অর্ডার রিটার্ন আসে বা ক্যানসেল হয়ে যায়, তাহলে আমরা আপনাকে সম্পূর্ণ অ্যামাউন্ট পুনরায় ফেরত দিয়ে দিবো। আমরা আপনার উত্তরোত্তর উন্নতি কামনা করছি।
কুঁড়িয়ার কোম্পানি ডেলিভারি চার্জ হিসেবে যেটা নিবে, সেটাই হবে ডেলিভারি চার্জ। এক্ষেত্রে, আমাদের নির্ধারণ করা ডেলিভারি চার্জ থেকে যদি আপনাকে কম/বেশি চার্জ দিতে হয়, আমাদের জানিয়ে দিলে আমরা সেটা এডজাস্ট করে দিবো।
এখানে কোনো সেলার কোড লাগে না। আপনি ওয়েবসাইটে রেজিস্ট্রেশন করলে আপনার ডিটেইলস আমরা পেয়ে যাব, তাই ফর্ম পূরণ করার সময়ে সঠিক ইনফরমেশন দিবেন। আপনার ইমেইল, ফোন নাম্বার, শপের নাম এগুলোই আপনার পরিচয়ের জন্য যথেষ্ট।
প্রতি সপ্তাহের বৃহস্পতিবারে আমরা সেলারদের পেমেন্ট দিয়ে থাকি। Money Withdraw পেজে যদি আপনার কোন পেন্ডিং অ্যামাউন্ট থাকে, তাহলে অবশ্যই বৃহস্পতিবারের আগেই উইথড্র রিকুয়েস্ট দিয়ে দিবেন আপনার পার্সোনাল বিকাশ নম্বর উল্লেখ করে।
বুধবার পর্যন্ত আপনার যেই কমপ্লিটেড অর্ডারগুলা পেইড করে দিবেন, সেই অর্ডারগুলার পেমেন্ট বৃহস্পতিবারে ইনশাআল্লাহ্ উইথড্র রিকুয়েস্টে পেয়ে যাবেন।
এরপরেও যদি আপনার কোনকিছু বুঝতে সমস্যা হয়ে থাকে, তাহলে অবশ্যই আমাদের জানাবেন। আপনি আমাদের পেজে ম্যাসেঞ্জারে যোগাযোগ করতে পারেন। অথবা, আমাদের ফেসবুক গ্রুপে কমেন্ট করে জেনে নিতে পারেন। সরাসরি কথা বলতে চাইলে 01913276234 এই নাম্বারে যোগাযোগ করতে পারেন, ধন্যবাদ।